১২-১৩ বছর বয়সে বিয়ে হয় মঞ্জুলিকার। কিন্তু বাসর রাতে স্বামী মারা গেলে বিধবা হয়েই দিন কাটে তার।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিষ্কৃতি’ কবিতা অবলম্বনে নির্মিত টেলিফিল্মে এই মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করলেন জ্যোতিকা জ্যোতি। এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। এবার প্রথম রবীন্দ্রসাহিত্য থেকে কাজ করলেন তিনি। এর চিত্রায়ন হয়েছে কালিয়াকৈর জমিদার বাড়িতে।
‘নিষ্কৃতি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন আল মনসুর, অরুণা বিশ্বাস, রওনক হাসান প্রমুখ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৬ মে বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।
রবীন্দ্র কবিতার নায়িকা হওয়া প্রসঙ্গে জ্যোতি বললেন, “মুন্সীগঞ্জের এক পুরনো জমিদার বাড়িতে ২০০৬ কিংবা ২০০৭ সালে রবীন্দ্রনাথের নাটক ‘সম্পত্তি সমর্পণ’-এ অভিনয় করি অনন্ত হীরার পরিচালনায়। সম্ভবত সাহিত্যনির্ভর ও রবীন্দ্রনাটকে সেটাই আমার প্রথম অভিনয়। ওই বাড়ির সামনে পরিচয় হয়েছিলো নরেশদার সঙ্গে। তিনি আমার দিকে তাকিয়েই বলেছিলেন, ‘এ তো সম্পূর্ণই রবীন্দ্রনাথের নায়িকা! রবীন্দ্রসাহিত্য থেকে তার প্রথম কাজে যুক্ত হতে পেরে সেই স্মৃতি খুব মনে পড়ছে। ”
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেএইচ