ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহতী উদ্যোগে সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ৪, ২০১৬
মহতী উদ্যোগে সোনাক্ষী

ভূমিকম্পে নেপাল বিধ্বস্ত হওয়ার এক বছর পেরিয়ে গেছে। তবে শত শত প্রাণহানি আর অসংখ্য মানুষের গৃহহীন হওয়ার বেদনাময় স্মৃতি ঠিকই পীড়া দেয় এখনও।

ক্ষতিগ্রস্তদের অনেকে পুনর্বাসনের মাধ্যমে ঘরবাড়ি পুনর্নির্মাণে হাত দিয়েছেন। অনেকের এখনও সাহায্য-সহযোগিতা প্রয়োজন।  

জানা গেছে, নেপাল আর্মি ওয়াইভস অ্যাসোসিয়েশন আয়োজিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানে নাচবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আয়োজকদের লক্ষ্য নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা। নেপালে সেনাবাহিনীতে কর্মরতদের স্ত্রীদের সংগঠন এটি।  

আগামী ১৪ মে নেপালের কাঠমান্ডুতে যাবেন সোনাক্ষী। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে যতোটা সম্ভব অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘ভূমিকম্পে নেপালের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি জানি, দেশটি ঠিকই আবার ঘুরে দাঁড়াবে। নেপালিরা সাহসী ও অতিথিপরায়ন। বহু বছর ধরেই নেপালে যাওয়ার কথা ভাবছিলাম। এটাই হবে নেপালে আমার প্রথম যাত্রা। ভালো লাগছে যে মহতী কারণে সেখানে যাওয়া হচ্ছে। এ অনুষ্ঠানে অংশ হতে পেরে আমি আনন্দিত। ’

এদিকে বিপুল শাহ পরিচালিত ‘নমস্তে লন্ডন’-এর (২০০৭) সিক্যুয়েলে চুক্তিবদ্ধ হয়েছেন সোনাক্ষী। এর নাম ‘নমস্তে ইংল্যান্ড’। আগের ছবিতে ছিলেন ক্যাটরিনা কাইফ।

তবে এবারও নায়ক থাকছেন অক্ষয় কুমার। এ নিয়ে পঞ্চমবারের মতো জুটি বাঁধছেন তারা। আগেরগুলো হলো ‘রাউডি রাঠোর’, ‘জোকার’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’ ও ‘হলিডে’। এ ছাড়া ‘ওমজি! ওহ মাই গড’ ও ‘বস’ ছবি দুটির বিশেষ গানে অক্ষয়ের সঙ্গে দেখা গেছে সোনাক্ষীকে।  

‘নমস্তে ইংল্যান্ড’ ছবির দৃশ্যায়ন শুরু হবে এ বছরের আগস্টে। ইংল্যান্ড, প্যারিস, সুইজারল্যান্ড, ব্রাসেলস ও ভারতের পাঞ্জাবে হবে কাজ। সব মিলিয়ে ছয় মাস ব্যস্ত থাকতে হবে অক্ষয়-সোনাক্ষী জুটিকে।  

এদিকে রাজেশ খান্না-নন্দা জুটির ১৯৬৯ সালের ছবি ‘ইত্তেফাক’-এর রিমেকেও চুক্তিবদ্ধ হয়েছেন সোনাক্ষী। এতে তাকে প্রথমবার দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এটি প্রযোজনা করছেন যৌথভাবে শাহরুখ খান ও করণ জোহর।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।