‘অটিস্টিক শিশুদের নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে। বয়সী অটিস্টিক মানুষদের কথাও ভাবতে হবে।
সংগ্রামী নারী তথা নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন জাকিয়া বারী মম। নাটকে তার নাম ফুলমতি। চেয়ারম্যান পদে লড়বেন তিনি। তার প্রতীক কাঁচি। নির্বাচনী মাঠে মমর প্রতিদ্বন্দ্বীরা হলেন- শহীদুল আলম সাচ্চু (আনারস) ও রওনক হাসান (ছাতা)। ‘ফুলমতি’ নামের টেলিছবিটির গল্প এমনই। আর এর জন্য সাচ্চু, মম ও রওনকের ছবি দিয়ে পোস্টারও তৈরি করা হয়েছে।
টেলিছবিটিতে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন আফরান নিশো। নির্মাতা জানান, এখানে নিশোকে পাওয়া যাবে অটিস্টিকের ভূমিকায়। ‘ফুলমতি’র দৃশ্যধারণ চলছে মানিকগঞ্জের নবগ্রামে। আগামী ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রচার হবে বাংলাভিশনে।
বৃহস্পতিবার (৫ মে) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে সুমন আনোয়ার জানান, নাটকের দর্শক প্রেম-ভালোবাসা দেখতে চায়। কিন্তু ড্রইংরুমের প্রেম তিনি দেখাতে চান না। সুমনকে টানে বৈচিত্র্যময় সম্পর্ক। তার মতে, প্রেম হতে পারে নানা ভাবে, নানা স্থানে, বিরুদ্ধ সময়েও। ‘ফুলমতি’তেও প্রেম থাকছে, তবে অন্যভাবে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এসও