সংগীতের ঊর্বর ভূমি চট্টগ্রাম। তার জন্ম সে মাটিতে।
উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী এ আর রহমানের সঙ্গেও বাজিয়েছেন মিঠুন। দেশে নিয়মিত বাজাচ্ছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে। গায়ক হিসেবে তার পরিচিতি না থাকলেও মেধাবী এই তরুণ গেয়েছেন ‘বাঁশখালী মঈষখালি’ শিরোনামের জনপ্রিয় একটি গান। মিঠুন এই গানটি উৎসর্গ করেছেন মা কল্যাণী ঘোষকে।
কিংবদন্তি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সঞ্জীত আচার্যের বিখ্যাত ‘বাঁশখালী মঈষখালি’ গানটিতে নতুনভাবে কণ্ঠ দিয়েছেন মিঠুন। গাওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তারই। প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে সম্প্রতি ডিজিটাল আকারে প্রকাশ হয়েছে ‘সাম্পানওয়ালা’ শিরোনামের অডিও গানটি।
মিঠুন চক্র বলেন, ‘মায়ের সঙ্গে সঞ্জীত আচার্যের জুটি এখনও তেমনই আছে। আমার গানে হাতেখড়ি তাদের কাছ থেকেই। তাদের আশীর্বাদ নিয়ে মূল গানটি ঠিক রেখে নতুনভাবে গেয়েছি। এটাকে রিমেক বলা যাবে না। আমি মনে করি, গানটি রিমেক করার কিছু নেই। মজার ব্যাপার হচ্ছে, গানটিতে বাজানো হয়েছে দেশীয় সব যন্ত্র। আর ভিডিওতেও রাখা হয়েছে নতুনত্ব। আশা করি, সবার কাছে গানটি উপভোগ্য মনে হবে। গানটি আমি আমার মাকে উৎসর্গ করলাম। ’
রবি ও বাংলালিংক ব্যবহারকারীরা ৪৬৪৬৫ নম্বরে ডায়াল করে মুঠোফোন থেকে মিঠুনের গাওয়া গানটি শুনতে পাবেন। গ্রামীনফোন ও এয়ারটেল ব্যাবহারকারীদের ডায়াল করতে হবে ৪৬৪৬ নম্বরে।
এ ছাড়া গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে Bangladhol App অথবা Banglalink Bangladhol App। শিগগিরই বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে মিউজিক ভিডিওটি।
মিঠুন আরও জানান, ‘বাঁশখালী মঈষখালি’ গানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘সাম্পানওয়ালা’। এর ভিডিও ধারণ করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। এটি নির্মাণ করেছেন পংকজ চৌধুরী রনি। এতে মিঠুনের পাশাপাশি মডেল হয়েছেন সাবরিন। সঙ্গে আছেন বংশীবাদক জালাল।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসও