সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে অ্যাকশন ছবি ‘ব্যাং ব্যাং’-এর দ্বিতীয় কিস্তির কাজ শুরু করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকুলিন ফার্নান্দেজ। গত শনিবার (৭ মে) থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।
‘ব্যাং ব্যাং’-এর আগের কিস্তিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ। এবারের কিস্তির নাম রাখা হয়েছে ‘নট ব্যাং ব্যাং টু’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ ও জ্যাকুলিন।
সম্প্রতি সিদ্ধার্থ তার ইনস্টাগ্রমে দুটি স্থিরচিত্র শেয়ার দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, ক্ল্যাপিং বোর্ড হাতে নিয়ে সেলফি তুলেছেন সিদ্ধার্থ ও জ্যাকুলিন। যার ওপর লেখা রয়েছে ছবির নাম ‘নট ব্যাং ব্যাং টু’। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দৃশ্যধারণের প্রথম দিন। ’
একে অপরের বিপরীতে এই প্রথমবার অভিনয় করছেন সিদ্ধার্থ-জ্যাকুলিন। তবে এর আগে ২০১৫ সালে ‘ব্রাদার্স’ ছবিতে দেখা গেছে তাদের। ‘নট ব্যাং ব্যাং টু’ মুক্তি পাবে ২০১৭ সালে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ১০ মে, ২০১৬
বিএসকে