১৯৯২ সালে লেখা ও সুর করা হয়েছিলো ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর’ গানটি। ১৯৯৮ সালে এটি বাজারে আসে দ্য ট্র্যাপ ব্যান্ডের মাধ্যমে।
সোমবার (৯ মে) রাতে এম রেকর্ডস স্টুডিওতে ‘স্বার্থপর’ শিরোনামের গানটি নতুনভাবে রেকর্ড করা হয়েছে। পুরনো সুর ঠিক রেখে এতে নতুন সংগীতায়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী।
গানটি প্রসঙ্গে স্মৃতিচারণ করে তরুন মুনশী বাংলানিউজকে বলেন, ‘১৯৯৮ সালে পরিচয় হয় গীতিকবি গোলাম মুরশেদের (মাশু ভাই) সঙ্গে। গানটি খালি গলায় গিটার দিয়ে তাকে শোনালাম। ব্যস হয়ে গেলো! গান পাগল এই মানুষটা আমাকে নিয়ে গেলেন রেকর্ডিং স্টুডিও সাউন্ড গার্ডেনে। রেকর্ডিংয়ের সব খরচ বহন করলেন তিনি। ’
তরুন আরও জানান, আগে ছিলো ব্যান্ড ভার্সন। এখন গানটির সলো ভার্সন করেছেন তিনি। অচিরেই সিঙ্গেল আকারে প্রকাশ পাবে বিপুল শ্রোতাপ্রিয় ‘স্বার্থপর’। এর পরপরই আসবে মিউজিক ভিডিও।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসও