ঢাকা: দীর্ঘ ২০ বছর পর প্রকাশিত হলো প্রথিতযশা বাচিক শিল্পী শিমুল মুস্তাফার নতুন একক আবৃত্তি অ্যালবাম। এর নাম ‘প্রিয়তা’।
আবৃত্তিগুলো হলো- ‘চার দেয়ালের নীল’, ‘অনিমেশের ছাড়পত্র’, ‘হাসু আপা’, ‘৭নং সেক্টর থেকে আজাদ’, ‘প্রিয়তায় শারমিন’, ‘বাজান’, ‘প্রিয় খোকা’, ‘মৃত্যু পূর্বের শফিক’।
কবিতাগুলো লিখেছেন কথাসাহিত্যিক মুহাম্মাদ ইমরান। তিনি বলেন, ‘প্রায় ২০ বছর পর শিমুল মুস্তাফার একক আবৃত্তি অ্যালবাম, তাই একই সঙ্গে শ্রোতাদের ভালো কিছু দেওয়ার তাগিদ এবং চাপ অনুভব করেছি। জীবনবোধের প্রায় সব দরজায় কড়া নাড়ার চেষ্টা করেছি। বিশ্বাস করি, শ্রোতারা অ্যালবামটি শুনে ঠকবেন না ‘
অ্যালবামটির সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সেলিম। ‘প্রিয়তা’ বাজারে এনেছে লেজার ভিশন।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
জেএইচ/পিসি