২০০৬ সালে ‘প্রেম ও ঘামের গল্প’ নাটকে জাহিদ হাসানের সঙ্গে প্রথম ছোটপর্দায় আসেন মডেল ও অভিনেত্রী নোভা। এরপর কেটে যায় ১০ বছর।
ঈদ উপলক্ষে নোভা কাজ করছেন কয়েকটি নাটকে। এর মধ্যে দুটির কাজ শেষ। হাতে আছে আরও। ঈদের এই দুই নাটকেই নোভার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান। এর মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর জাহিদ হাসানের সঙ্গে কাজ করেছেন আলোচিত এই অভিনেত্রী।
লিটু সাখাওয়াতের রচনা রুমান রুনির পরিচালনায় ৬ পর্বের নাটক ‘ঘারত্যাড়া মজনু’ ও অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক ‘প্রিণ্ট মিসটেক’-এর কাজে শেষ করেছেন নোভা।
বুধবার (১১ মে) নোভা বাংলানিউজকে বলেন, ’১০ বছর পর জাহিদ ভাইয়ের (জাহিদ হাসান) সঙ্গে কাজ করছি। আমার জীবনের প্রথম কাজ ছিলো জাহিদ ভাইয়ের সঙ্গে। তিনি আগের মতোই আছেন। আমাদের বয়স বেড়ে গেছে। ’
নাটকগুলো সম্পর্কে জানতে চাইলে নোভা জানান, “ঘারত্যাড়া মজনু’ নাটকে পাখি ও ‘প্রিণ্ট মিসটেক’-এ আমার নাম সবিতা। দুটি নাটক দুই ধরনের। ‘প্রিণ্ট মিসটেক’ এ সবিতার বিয়ে নিয়ে ঘটে নানা রকমের ঘটনা। আর ‘ঘারত্যাড়া মজনু’র গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। ’
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১১,২০১৬
টিএস/এসও