কান (ফ্রান্স) থেকে: কান উৎসবের অন্যতম চমক হলো সাগরপাড়ে খোলা আকাশের নিচে ছবির প্রদর্শনী। এ বিভাগের নাম সিনেমা ডি লা প্লাজ।
আলবার্ট ম্যাগনোলির পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন কিছুদিন আগে মারা যাওয়া মার্কিন সংগীতশিল্পী প্রিন্স। তার বিখ্যাত অ্যালবাম ‘পার্পল রেইন’-এর নামেই এর নামকরণ হয়। এটি মুক্তি পায় ১৯৮৪ সালে। ছবিটির জন্য গ্র্যামী ও অস্কার জিতেছিলেন প্রিন্স।
কানের ৬৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষে প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে ছিলো সংগীত পরিবেশনা। কিন্তু ‘পার্পল রেইন’-এর প্রদর্শনী স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন প্রিন্সের ভক্তরা। এই বিভাগে যে কেউ বিনামূল্যে ছবি দেখতে পারেন।
অবশ্য স্থগিত না করে আয়োজকদের উপায়ও ছিলো না। কারণ সমুদ্র সৈকতে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে গেছে। এ অবস্থায় সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে।
আশা করা হচ্ছে, আগামী ১৫ মে সাগরপাড়ে ছবিটি দেখানো যাবে। কানে আসলে কখন কি হয় আগেভাগে বলা যায় না। কারণ এখানে সবকিছুই হতে পারে! এটাই কানের বিশেষত্ব।
ফ্রান্স সময় : ২২৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৬
জেএইচ
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া
***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!
** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা