ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন দেশে বেবী নাজনীন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
তিন দেশে বেবী নাজনীন  বেবী নাজনীন

ক্যারিয়ারের শুরু থেকে গানে গানে মঞ্চ মাতানোর জন্য আলোচিত বেবী নাজনীন। জনপ্রিয় এই শিল্পী এখনও তেমনিভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশ-বিদেশের মঞ্চে।

বিশ্বের তিনটি দেশে গান করার উদ্দেশে এপ্রিলে দেশ ছেড়েছেন বেবী।  

১৮ এপ্রিল থেকে শুরু হয়েছেন তার এই মিশন। আমেরিকা, কানাডা ও লন্ডনের বাংলাদেশি ভক্তদের গান শোনাচ্ছেন তিনি। চলবে ১৫ মে পর্যন্ত। আরও একাধিক মঞ্চে সংগীত পরিবেশন করবেন বেবী। বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আর এই সফর।  

১৮ এপ্রিল বেবী নাজনীন আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এরপর ২৪ এপ্রিল কানাডার ভ্যানকুয়েভার সিটিতে গ্রেটার ভ্যানক্যুভার বাংলাদেশ কালচারাল এ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী উৎসবে একক সংগীত পরিবেশন করেন। ৬ মে তিনি যান লন্ডন। ৮ মে লন্ডন ডিসি আয়োজিত বার্মিংহাম স্মলস্ট্রিট পার্কে বেবী নাজনীন পারফর্ম করেন এককভাবে। এ সময় তিনি ঘুরে বেড়ান বার্মিংহামের টিউলিপ বাগানে।  

এরপর কানাডার ক্যালগিরিতে ১৩ মে  একটি অনুষ্ঠানে গান করেন। পরদিন আবারও ফেরেন আমেরিকায়। রোববার (১৫ মে) তিনি আমেরিকার ফিলাডেলফিয়ার একটি কনসার্টে এককভাবে সংগীত পরিবেশন করবেন। বেবীর দেশে ফেরার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এসও/টিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।