ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন জুটি রাতাশ্রী ও শিবলীকে নিয়ে ‘তুখোড়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
নতুন জুটি রাতাশ্রী ও শিবলীকে নিয়ে ‘তুখোড়’

ভারতের কলকাতার মডেল রাতাশ্রী দত্তের বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে। তাও আবার ঢাকার চলচ্চিত্রে।

তার নায়ক নবাগত ঢাকার শিবলী। ছবির নাম ‘তুখোড়’।   ছবিটি তৈরি করেছেন মিজানুর রহমান লাবু।

১৬ মে রাজধানীর একটি ক্লাবে বর্ণিল আয়োজনে নতুন এই জুটিকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাাপোর্টস।   এ সময় উপস্থিত ছিলেন ছবির সংশ্লিষ্ট মানুষজন।

মাহমুদুল হক রাজীবের কাহিনি ও এহ্তেশামুল হক সানজিবের প্রযোজনায় ‘তুখোড়’-এ রাতাশ্রী ও শিবলী ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, সামিহা খান, সাদিয়া সোমা, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান, শায়েরী ও মিতু (আইটেম গার্ল)।  

পরিচালক জানান, দেশের পাশাপাশি বড় বাজেটের ছবিটির দৃশ্যধারণ হয়েছে ব্যাংককের ফুকেট ও অস্ট্রেলিয়ার সিডনীতে। কলকাতার রেন্ট সিনেমাটিক্স এবং ই কিউ মিউজিক স্টেশনের কারিগরী সহযোগিতায় ‘তুখোড়’ ছবির বিভিন্ন গানের সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন বেলাল খান, প্রসেনজিত চট্টোপাধ্যায় (কলকাতা) ও তানভীর আলম সজীব। শুটিং শেষে চলচ্চিত্রটি এখন আছে সম্পাদনার টেবিলে।
 
‘তুখোড়’-এর পরিচিতি অনুষ্ঠানে পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, ‘চলচ্চিত্রের প্রতি আমার ভালবাসাই আজ আমাকে নির্মাতা বানিয়েছে। পরিবারের সকলেই যাতে নির্মল বিনোদনের সুযোগ পায় সেকথা মাথায় রেখেই ছবিটির প্রতিটি দৃশ্য ধারন করা হয়েছে। ’

প্রযোজক এহ্তেশামুল হক সানজিব বলেন, ‘একটি পরিপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা প্রয়োজন সবই করার চেষ্টা করেছি। কোথাও আমরা কোন ছাড় দিইনি। আশা করছি ছবিটি দর্শকের হৃদয়ে কিছুটা হলেও নাড়া দেবে। ’

অভিনেত্রী রাতাশ্রী বলেন, ‘আমি কলকাতার হলেও অভিষেক ঢাকার চলচ্চিত্রের মাধ্যমে। তবে বাংলাদেশে কাজ করতে এসে আমার একটিবারের জন্যও মনে হয়নি আমি অন্য দেশে কাজ করছি। সুন্দর টিমওয়ার্ক এ্টিই ছবিটির সফলতা এনে দেবে বলে আমার বিশ্বাস’।

নবাগত নায়ক শিবলী বলেন, ‘দর্শকই একটি চলচ্চিত্রের প্রাণ। দর্শকের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।

কাহিনীকার মাহমুদুল হক রাজীব বলেন, ‘ছবিটির প্রতিটি দৃশ্যেই নতুন কিছু দেখতে পাবেন দর্শক। থাকছে ভিন্নতাও। ’

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।