আলোচনা তৈরি করেছে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘আইসক্রিম’। প্রেক্ষাগৃহে মুক্তির পর বিকল্প ব্যবস্থায় ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।
কুমিল্লা ও চট্টগ্রামের পর ছবিটি যাচ্ছে সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে। সিনেমা মুক্তির পর থেকে বিকল্প ব্যবস্থায় দেখানোর উদ্যোগ নিয়েছেন ছবির পরিচালক। এরই অংশ হিসেবে এবার বিকল্প পদ্ধতিতে দেখানো হবে কক্সবাজারে। কলাতলীর বিচ-সংলগ্ন হোটেল হোয়াইটঅর্কিডে চলবে এই প্রদর্শনী।
রেদওয়ান রনি জানান, কক্সবাজারের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানোর পর ১৫০ টাকায় ছবিটি উপভোগ করতে পারবেন। ২০ মে বেলা তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও রাত আটটা এবং পরদিন ২১ মে দুপুর ১২টা, বেলা আড়াইটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে ‘আইসক্রিম’-এর প্রদর্শনী।
এদিকে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ছবিটির প্রদর্শনীর সময় আরও দু’দিন বাড়ানো হয়েছে। ‘আইসক্রিম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত উদয়, রাজ ও তুষি। আরও আছেন ওমর সানী, দিতি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসও