বাংলা সাহিত্যে ও সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। প্রকাশনার শত বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভাবনগর ফাউন্ডেশন যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ২১ মে বিকেল ৫টায় ‘চর্যাগানের পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মূখ্য আলোচক থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ও প্রবোধ চন্দ্র বাগচী আবিষ্কৃত প্রাচীন চর্যার ৫০টি পদের সমাকালীন বাংলা রূপান্তরিত গীতবাণী সংগীতাকারে উপস্থাপন করা হবে। কণ্ঠশিল্পীদের মধ্যে থাকবেন শাহ আলম দেওয়ান, অন্তর সরকার, রবিউল হক, মোবারক হোসেন, জসীম উদ্দীন, সরদার শাহাদাত হোসাইন, ফারজানা আলম লীনা, নাদিরা ইসলাম, ফারুক নুরী ও রাশিদুজ্জামান, কমল খালিদ, সাইম রানা ও মনিরা ইসলাম।
অনুষ্ঠানে চর্যানৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব। বুদ্ধ নাটক করবেন শিমূল ইউসুফ। এই আয়োজনের পরিকল্পনা ও গবেষণা প্রাচীন চর্যার সমকালীন বাংলা রূপান্তর ও গ্রন্থণা করেছেন লোক গবেষক সাইমন জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করবেন নূরুন্নবী শান্ত ও সাঈদ হাফিজ। যন্ত্রানুষঙ্গে থাকবেন মাহবুব হাসান খান, শৈবাল দাস বাপ্পী, মো. হেলাল, মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আকরম হোসেন, কবি মোহাম্মদ সাদিক, কামাল চৌধুরী, অসীম সাহা, নূহ-উল আলম লেনিন, মাহবুবুল হক শাকিল, রবীন্দ্র গোপ, নাসির আহমেদ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন। এছাড়া আলোচনায় অংশ নেবেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, মাহবুবুল হক, শোয়াইব জিবরান ও মিহির মুসাকী।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২০, ২০১৬
জেএম/এসও