ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বর্ণালি সন্ধ্যার মধ্যমনি শাহীন সামাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৬
স্বর্ণালি সন্ধ্যার মধ্যমনি শাহীন সামাদ

একটি সাদামাটা সন্ধ্যা। হয়ে উঠলো স্বর্ণালি আর স্মরণীয়।

সন্ধ্যার মধ্যমনিকে ঘিরে বসেছিলো তারার মেলা। সংগ্রামী শিল্পীজীবনের সহযোদ্ধাদের ভালোবাসা, আবেগ আর অভিনন্দনের বৃষ্টিতে ভিজলেন সংগীতশিল্পী শাহীন সামাদ।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শাহীন সামাদের অ্যালবাম প্রকাশ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় (২০ মে) ধানমন্ডি ছায়ানট ভবন মিলনায়তনে মিলিত হয়েছিলেন দেশসেরা গুণী মানুষেরা। লেজার ভিশনের আয়োজনে শাহীন সামাদের চারটি অডিও অ্যালবামের মোড়ক খোলা হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি শাহীন সামাদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় শাহীনের গানের মাধ্যমে ওর সঙ্গে আমার পরিচয় হয়। ও আমার অনেক স্নেহের একজন মানুষ। অপরিসীম চেষ্টার জন্যই শাহীন সব বাধা অতিক্রম করে আজ সকলের প্রিয় শিল্পী হতে পেরেছেন। শাহীনের প্রতি আমার ভালোবাসার কমতি নেই। ওর প্রতি আমার অভিনন্দন রইলো। ’

নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন বলেন, ‘শাহীনকে আমি দীর্ঘদিন ধরে আমার সহশিল্পী হিসেবে পাশে পেয়েছি। প্রায় ৫০ বছর ধরে আমরা গানের সঙ্গে জড়িত। শাহীন তার গানের মধ্যে নিজস্ব মায়াজাল বিস্তার করতে পারেন। সেজন্য তার গান শুনলেই যে কেউ বুঝে নিতে পারেন এটা গানটি শাহীন সামাদের গাওয়া। ’

সংগীতজ্ঞ আজাদ রহমান স্মৃতিচারণ করে বলেন, ‘সেই ছোট শাহীন আজ হয়েছে কিংবদন্তি। একসময় এই ছায়ানটের শিক্ষার্থী শাহীন বর্তমানে এখানকার শিক্ষক। নজরুলসংগীত গাওয়ার সব উপকরন ওর কণ্ঠে রয়েছে। ওর শেখার আগ্রহ এখনও রয়েছে। গানের প্রতি শাহীনের যে ভালোবাসা তার একমাত্র সাক্ষী আমি। আমি দেখেছি ওর মধ্যে কতোটা আগ্রহ ছিলো। আর সেই আগ্রহটুকুই ওকে এতটা দূর নিয়ে এসেছে। ’

আজাদ রহমান তরুণ প্রজন্মকে উদ্দেশ করে আরও বলেন, ‘নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীত বাদ দিয়ে কোনো শিল্পীই এগিয়ে যেতে পারে না। গানের মূলে রয়েছে শাস্ত্রীয় সংগীত। তাই বর্তমান প্রজন্মের কাছে আহবান,  ভুলভাবে সংগীতাঙ্গনে বিচরণ না করে শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে নিজেকে যোগ্য শিল্পী হিসেবে গড়ার চেষ্টা করো। ’

 অনুষ্ঠানে অ্যালবাম প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত শিল্পী শাহীন সামাদ বলেন, ‘অনেকদিন পর যত্ন সহকারে আমার অ্যালবামগুলোর কাজ করেছি। আশা করছি শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পেরেছি। আমার অ্যালবামের গান শুনে শ্রোতারা নিরাশ হবেন না। ’

লেজার ভিশন থেকে প্রকাশিত শাহীন সামাদের অ্যালবামগুলো হলো- ‘অন্তরে তুমি’, ‘নানা বর্ণের গান’, ‘দূর আযানের মধুর ধ্বনি’ ও ‘আল্লাহকে যে পাইতে চায়’। এর মধ্যে একটি নজরুল সংগীতের ও একটি পঞ্চকবির গান দিয়ে সাজানো হয়েছে। অন্য দুটিতে রয়েছে হামদ নাথ প্রভৃতি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা শিল্পী শাহীন সামা্দকে শুভেচ্ছা জানিয়ে মঞ্চ ত্যাগ করেন। দ্বিতীয় পর্বে কালজয়ী গানের এই শিল্পী সংগীত পরিবেশন করে অতিথিদের আরও একবার মুগ্ধ করেন।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, মে ২০, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।