বাংলা ও হিন্দি ছবির পর এবার মরাঠি পর্দায় অভিষেক হলো বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। পঞ্চাশ দশকের জনপ্রিয় অভিনেত্রী গীতা বালির চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তবে মজার ব্যাপর হলো, ছবিটি মারাঠি হলেও সে ভাষায় কথা বলতে হবে না বিদ্যাকে। ছবিতে খুব স্বল্প সময় দেখা যাবে ‘কাহনি’খ্যাত এই তারকাকে। তবে গীতা বালির মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে পেরেছেন বলে নিজেকে ধন্য মনে করছেন বলিউডের এই অভিনেত্রী।
‘এক আলবেলা’ ছবির মূল উদ্দেশ্য হলো, এখনকার প্রজন্মের কাছে ভগবান দাদার অজানা চরিত্রকে তুলে ধরা। কারণ, পঞ্চাশের দশকে এই তারকাকে নিয়ে মাতামাতির অন্ত ছিলো না। ভগবান আভাজি পলভকে সে সময় দর্শকরা ভগবান দাদা নামেই বেশি চিনতেন।
১৯৫১ সালে ‘আলবেলা’ নামে একটি সামাজিক সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। পরিচালনার পাশাপাশি তাতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি এতোটাই জনপ্রিয় হয়েছিল যে, ভগবান দাদার সঙ্গে সে সময় প্রায় সমার্থক হয়ে গিয়েছিল ‘আলবেলা’ নামটি।
বিদ্যা বালান এখন ব্যস্ত ‘তিন’ ও ‘কাহানি টু’ ছবি দুটির কাজ নিয়ে। সর্বশেষ ‘হামারি আধুরি কাহানি’তে দেখা গেছে বিদ্যাকে।
* ‘এক আলবেলা’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
জেএম/বিএসকে