চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়ক-নায়িকা আরিফিন শুভ ও মাহিয়া মাহির ওপর চটেছেন অভিনেতা মিশা সওদাগর। পৃথক সময়ে এই দুই তারকার বিয়ের ঘটনা তাকে একইসঙ্গে হতাশ ও উদ্বিগ্ন করেছে।
মিশার মতে, অভিনয়গুণে কেউ যখন জনপ্রিয়তা অর্জন করে তখন তিনি চলচ্চিত্রের সম্পদ হয়ে ওঠেন ও চলচ্চিত্রশিল্পের অংশ হয়ে ওঠেন। এ অবস্থায় হুটহাট কোনো সিদ্ধান্ত তার দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। তারকাদের হুটহাট বিয়েকে ‘ফাজলামো’ উল্লেখ করেছেন মিশা। বিশেষ করে আরিফিন শুভ ও মাহির বিয়ের ঘটনায় অনেকখানিই হতাশও হয়েছেন তিনি।
মাহির বিয়ের দিন রাতে (২৫ মে) নিজের ফেসবুক পাতায় দীর্ঘ এক স্ট্যাটাসে মিশা এসব মন্তব্য করেন। তিনি লেখাটি শুরু করেছেন এভাবে- ‘ফাজলামি বন্ধ করা উচিত। না হলে ইন্ডাস্ট্রি ফাইনালি বন্ধ হয়ে যাবে। ’ শুভর প্রতি ঈঙ্গিত করে মিশা লিখেছেন, ‘…হঠাৎ পত্রিকায় দেখলাম একজন নতুন ট্যালেন্টেড নায়ক একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেললো!’ মাহির বিয়ের ঘটনা নিয়ে লিখেছেন, ‘আমার দেখা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকার হঠাৎ বিয়ের সংবাদে আমি হতবাক। ’
এরপর মিশা নিজের উদাহরণ টেনে লিখেছেন, ‘…এরা একটিবারও তাদের দায়বদ্ধতার কথা ভাবলো না। আমি এই প্রজন্মের এরকম হুটহাট সিদ্ধান্তকে কখনোই স্বাগতম জানাতে পারবো না। কারণ আমার পরিবার আমাকে আজকের এই মিশা সওদাগর বানায়নি। আমার নাম, আমার খ্যাতি, আমার প্রাচুর্য, আমার জাতীয় পুরস্কার- সব ইন্ডাস্ট্রি দিয়েছে। হুটহাট সিদ্ধান্তের পরিসমাপ্তি হোক। ’
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসও