বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা এবার চূড়ান্ত রূপ নিলো। ভেস্তে গেলো নেতাদের সমঝোতার উদ্যোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের দু’দিন আগে এমন খবরে বিস্ময় প্রকাশে করেছেন অনেকে। প্রযোজক নাসির হোসেনের ২২ মে করা আবেদনের প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচানের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
প্রযোজক নাসির হোসেন তার রিটে উল্লেখ করেছেন, প্রযোজক সমিতির কয়েকজন নির্বাচনে অবৈধভাবে অংশ নিচ্ছেন। পরপর তিনবার নির্বাচনে দাঁড়াতে পারবেন না- এফবিসিসিআইর অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে বলে নাসির হোসেন ওই প্রযোজকদের নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
এদিকে নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্র পাড়ায় সুনসান নিরবতা নেমে আসে। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ হারিয়ে গেছে। প্রযোজক সমিতির দফতরে বৃহস্পতিবার (২৬ মে) সকালে হঠাৎ আদালতের চিঠি এলে নেতা-কর্মীরা বিমর্ষ হয়ে পড়েন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসও