ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিবাসীদের নিয়ে ‘ডে বাই ডে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
অভিবাসীদের নিয়ে ‘ডে বাই ডে’ ‘ডে বাই ডে’ প্রামাণ্যচিত্রের দৃশ্য

বিশ্বের প্রতিটি দেশেই অভিবাসী শ্রমিকেরা কাজ করেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা অবৈধভাবে পাড়ি দেন কাঙ্খিত দেশে।

এক্ষেত্রে সরকার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হলে বলি হন বহু শ্রমিক। অনেকেই আবার শারীরিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হন। এরপরও অভিবাসন অফিস কোন দায় নেয় না।

অভিবাসীদের জীবন সংগ্রামের এমন গল্পকে উপজীব্য করে  ‘ডে বাই ডে’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক এই কাজটি করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত কোরিয়ান নির্মাতা শেখ আল মামুন। শনিবার ( ২৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এর আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

২৫  মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্যচিত্রের সঙ্গেও জরিয়ে আছেন অভিবাসীরা। ‘ডে বাই ডে’-এর সম্পাদনা ও শব্দ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম জার্নাল (বাংলাদেশ), স্পেশাল শব্দ প্রয়োগ যৌথভাবে দোস্তান আতাভেকব ও ইজাতিল্লাহ তলিপভ (উজবেকিস্তান)। মামুন ইনেশিয়েটিভের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রিমিয়ার আয়োজন করেছে জলজ মুভিজ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬

জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।