ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রেনেসাঁ ও অর্ণব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রেনেসাঁ ও অর্ণব

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী নকিব খান ও অর্ণব। দু’জনই তাদের নিজ নিজ ব্যান্ডকে নিয়ে গান গেয়ে এসব শিশুর জন্য তহবিল সংগ্রহে সহায়তার জন্য এগিয়ে এলেন।

‘ওরিয়ন উৎস কনসার্ট-২০১৬’ শীর্ষক আয়োজনে সংগীত পরিবেশন করবে নকিব খানের ব্যান্ড রেনেসাঁ এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। আগামী ৩ জুন সন্ধ্যা ৭টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এটি।

অর্ণব তার ফেসবুক ফ্যানপেজে এই কনসার্টে অংশ নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই শিশুদেরকে সহযোগিতার জন্য কনসার্টে যোগ দিন। টিকেট কিনুন। আমরা সেরা পরিবেশনা উপস্থাপনের চেষ্টা করবো। আপনারাই আমাদের শক্তি। ’

কনসার্টের আয়োজক উৎস বাংলাদেশ-এর পক্ষে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আবাসিক সুবিধাসহ আধুনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টের টিকেটের মূল্য ৫০০ ও ১০০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।