সেই ১৯৬২ সালে সংগীতের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এখনও গানের সঙ্গেই আছেন এরিক ক্ল্যাপটন। নিজের ২৩তম অ্যালবামের নাম ‘আই স্টিল ডু’ রেখে সেই বার্তাই যেন দিলেন ৭১ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
এবার নতুন নতুন গানের পাশাপাশি ধ্রুপদী গানের নতুন সংস্করণ রেখেছেন ক্ল্যাপটন। স্বকীয়তা বজায় রেখে সমকালীন সুরের সঙ্গে সেসবের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। অ্যালবামটি বাশব্রাঞ্চ রেকর্ডস বাজারে এনেছে গত ২০ মে। এতে কাজ করার জন্য তিনি সংগীত প্রযোজক গ্লাইন জনসের সঙ্গে আবার সম্পৃক্ত হয়েছেন। অ্যালবামের আর্টওয়ার্ক করেছেন স্যার পিটার ব্লেক। তার সঙ্গেও আগে কাজ করেছেন তিনি।
এরিক ক্ল্যাপটনের সর্বশেষ অ্যালবাম ‘দ্য ব্রিজ: অ্যান অ্যাপ্রেসিয়েশন অব জেজে কেল’ প্রকাশিত হয় ২০১৪ সালের গ্রীষ্মে। গত বছর বসন্তে বেরিয়েছে তার সংকলিত গানের অ্যালবাম ‘ফরএভার ম্যান’। গত বছরের শেষপ্রান্তে প্রকাশিত হয় তার সফল কনসার্টভিত্তিক ছবি ও লাইভ অ্যালবাম ‘স্লোহ্যান্ড অ্যাট সেভেনটি-লাইভ অ্যাট দ্য রয়েল অ্যালবার্ট হল’।
১৯৬৬ সালে লন্ডনে গড়ে ওঠা ক্রিম ব্যান্ডের মূল তিন সদস্যের একজন ছিলেন গিটারিস্ট-গায়ক ক্ল্যাপটন। অন্য দু’জন হলেন বেজিস্ট/গায়ক জ্যাক ব্রুস ও ড্রামার জিঞ্জার বেকার। বিভিন্ন কনসার্টে সংগীত পরিবেশনের মাধ্যমে মাত্র ২৮ মাসের মধ্যেই ইউরোপ-আমেরিকায় ব্যান্ডটি দারুণ জনপ্রিয়তা পেয়ে যায়।
এরিক ক্ল্যাপটন তার সংগীত জীবনে কাজ করেছেন বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের সঙ্গেও। তারা একে অফরের ঘনিষ্ট বন্ধু ছিলেন। ১৯৬৯ সালে ‘গুডবাই’ অ্যালবামে কাজ করেন এই দু’জন।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএম/জেএইচ