সাতদিন ধরে জাতীয় নাট্যশালার একপাশে নানান গানের পরিবেশনা উপভোগ করেছেন অনেকে। লবিতে দেখেছেন নাট্যচক্রের কিছু নাটকের ছবির স্থিরচিত্র৷ গত ২৮ মে থেকে শুক্রবার (৩ জুন) পর্যন্ত দলটির আয়োজনে সপ্তবর্ণা নাট্যোৎসব উপলক্ষে এসবের পাশাপাশি রোজই ছিলো শুধুই গোলাম সারোয়ার নির্দেশিত নাট্য প্রদর্শনী।
শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্ত্বিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নাট্যজন মামুনুর রশীদ ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী৷ অনুষ্ঠানে সভাপতি ম. হামিদ অতিথিদের স্মারক প্রদান করেন৷
প্রধান অতিথির বক্তব্যে কামাল লোহানী বলেন, ‘কিছুদিন আগে মঞ্চনাটক দেখার সময় দর্শক উপস্থিতির দিকে তাকিয়ে খুব খারাপ লাগতো৷ এখন পরিস্থিতির উন্নতি ঘটেছে, দর্শক সমাগম বেড়েছে। ’
উৎসবের শেষ দিন প্রদর্শিত হয় নাট্যচক্রের নাটক ‘ভদ্দরনোক’। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য বুজোর্য়া জেন্টেলম্যান’-এর বাংলা রূপান্তর এটি। হাস্যরসে ভরা জনপ্রিয় নাটকটিতে দেখানো হয়েছে, সমাজে হঠাৎ গজিয়ে ওঠা বিত্তবানরা আকস্মিক অর্থপ্রাপ্তিতে বেসামাল হয়ে নিজেদের কুলীন প্রমাণের জন্য নগর জীবনের ফাঁপা সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে কীভাবে গা ভাসিয়ে দেয়। নাটকটির পরিবেশ শহরকেন্দ্রিক। নাটকের কিছু সংলাপে কাল্পনিক কুয়েতি ভাষা ব্যবহার করা হয়েছে। নাটকটির মূল কথা- ‘জীবনের সবুজ ও সুন্দর দিক তুলে ধরা ও জীবনের গতিশীল এবং বুদ্ধিকে শাণিত করা’।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
টিএস/জেএইচ