ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কবীর সুমনের স্মৃতিতে আজম খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ৬, ২০১৬
কবীর সুমনের স্মৃতিতে আজম খান

পপগুরু আজম খানের সঙ্গে সখ্য ছিলো কবীর সুমনের। প্রয়াত এই তারকার সাক্ষাৎকারও নিয়েছিলেন সুমন।

বাংলাদেশে ব্যান্ড সংগীতের এই পথিকৃতের মৃত্যুবার্ষিকী ছিলো রোববার (৫ জুন)। সোমবার তাকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। আজম খানের সঙ্গে নিজের স্মৃতি ফেসবুকে শেয়ার করেছেন তিনি- 

৬ জুন কবীর সুমন ফেসবুকে আজম খানের বাবার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিটি আজম খানের বাবার (মোহাম্মদ আফতাব উদ্দিন খান)। একবার ঢাকায় সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গিয়েছিলাম। সেই সময়ে বাংলার রকগুরু ও তার বাসার দেয়ালে ঝোলানো কিছু ছবির ছবি তুলেছিলাম একটি ডিজিক্যামে। সাবিনা একটি হ্যান্ডিক্যামে ছবিটা ধরে রাখছিলেন, আর গোটা ঘটনাটি প্রফেশানাল ভিডিও ক্যামেরায় ধরে রাখছিলেন বন্ধুবর আসাদুজ্জামান নূরের সহকর্মীরা। '

সুমন আরও লেখেন, "ছোট ঘর। আমার প্রিয় মানুষ ও জাতশিল্পী আজম খান তখন ক্যানসারের রোগী। এর কিছুদিন পরেই তিনি চলে যান আমাদের সকলকে ছেড়ে। সাক্ষাৎকারের পর রকগুরু আমায় এই ছবিটি দেখালেন। দেয়ালে ঝুলছে। বললেন, 'এই দ্যাখেন, আমার বাবা। দ্যাখেন, উনি কিন্তু ধুতি পরতেন। অধ্যাপক ছিলেন। ' রকগুরু আজম খানের চোখ দুটি ছিলো বড়বড়...আর, একটু যেন সজল। বাবার ছবির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়ে তার চোখে জল এসে পড়েছিলো। তিনি তা লুকোনোর চেষ্টাও করলেন না। "

কবীর সুমন লেখাটি শেষ করেছেন ইংরেজি বাক্যে, 'দ্য কিং ইজ ডেড! লং লিভ দ্য কিং! লং লিভ দ্য প্যারেন্টস হু ব্রট সাচ অ্যা চাইল্ড টু আওয়ার ওয়ার্ল্ড। ' 

* কবীর সুমনের নেওয়া আজম খানের সাক্ষাৎকারের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।