ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে একুশের পর্দায় জাজের সাত ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ঈদে একুশের পর্দায় জাজের সাত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে একুশে টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রচার করবে বেশি ক’টি চলচ্চিত্র।   সাতদিনব্যাপী এই আয়োজনে দেখানো হবে একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাতটি ছবি।

 একুশে টিভির সঙ্গে জাজ মাল্টিমিডিয়া এমন এক চুক্তি করেছে।

সোমবার (জুন ৬) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  এতে উপস্থিত ছিলেন একুশে টিভির নির্বাহী ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো, ডিরেক্টর পি আরর শহিদ উল্ল্যা প্রমুখ।  

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টিভিতে প্রচার হবে জাজের ছবি। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘পোড়ামন’, ‘আশিকী’, ‘অগ্নি’, ‘দেশা-দ্য লিডার’,  ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’ ও ‘দবির সাহেবের সংসার’। ঈদের দিন থেকে একুশে টিভিতে ছবিগুলো প্রচার শুরু হবে। সময় প্রতিদিন দুপুর আড়াইটা।

এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘আমি এই চুক্তির মাধ্যমে রথ দেখতে এসেছি, কলা বেচতে নয়। আমি মানুষকে ভালো ছবি দেখার ব্যবস্থা করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৬

টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।