ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক পুরস্কারে উচ্ছ্বসিত চিরকুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ৭, ২০১৬
আন্তর্জাতিক পুরস্কারে উচ্ছ্বসিত চিরকুট

এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলো আলোচিত চলচ্চিত্র ‘জালালের গল্প’। ছবিটির আবহসংগীত তৈরি করেছিলো জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

এর জন্য পুরস্কার পেয়েছে তারা। সার্ক চলচ্চিত্র উৎসবে বেস্ট অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড জিতেছে ‘জালালের গল্প’।

উৎসব পরিচালনা কর্তৃপক্ষের পাঠানো ইমেইলে সুখবরটা পেয়েছেন ছবিটির নির্মাতা আবু সাহেদ ইমন। দুটি পুরস্কার জয় করেছে তার ‘জালালের গল্প’। এর মধ্যে চিরকুট বেস্ট অরিজিনাল স্কোর ও বরকত হোসেন পলাশ শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরষ্কার পেয়েছেন।

পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত চিরকুট ব্যান্ডের সদস্যরা। তারা ফেসবুক পাতায় লিখেছে, ‘দেশের গন্ডি পেরিয়ে চিরকুট এবার আন্তর্জাতিক পুরস্কার জিতলো। সত্যিই দারুণ একটি খবর! ছবির পরিচালকসহ সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আর অভিনন্দন! চিরকুটের প্রথম এই আন্তর্জাতিক পুরস্কারটি আমরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের পরিবার ও ফ্যানদের উৎসর্গ করলাম। ’

শ্রীলঙ্কার কলম্বোতে ১-৬ জুন অনুষ্ঠিত হয়েছে সার্ক চলচ্চিত্র উৎসব। এতে আরও অংশ নিয়েছিলো মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এসও


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।