অভিনেতা জাহিদ হাসানকে এখন আর মঞ্চে পাওয়া যায় না। নাট্যকেন্দ্রের এই শিল্পী এখন ব্যস্ত টেলিভিশন নাটকে।
‘যে ঘর জুড়ে দখিনা হাওয়ার গান দরজায় কোকিলা অপেক্ষায়। ফিরে তো আমাকে আসতেই হবে-’ টিভিসিতে এই সংলাপ আওড়াবেন অভিনেতা জাহিদ হাসান ও একদল নাট্যকর্মী। টেলিটকের ওই বিজ্ঞাপনচিত্রের শিরোনামও ‘ফিরে আসা’। দীর্ঘদিন পর বিজ্ঞাপনে পাওয়া যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।
বিজ্ঞাপনচিত্রে দেখানো হবে জাহিদ হাসান এক সময়ের জনপ্রিয় মঞ্চ অভিনেতা। মঞ্চ নাটকের অবস্থা খারাপ হওয়ায় তিনি আর মঞ্চে অভিনয় করতেন না। নতুন প্রজন্মের হাত ধরে মঞ্চ আবার আগের অবস্থায় ফিরে আসে। এর মাধ্যমে জাহিদ হাসানও তার আগের নিজেকে ফিরে পান।
বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। রোববার (৫ জুন) এর দৃশ্যধারণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে। জাহিদ হাসানের পাশাপাশি এতে মডেল হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যত্বত্ত বিভাগের ছাত্র ছাত্রীরা। ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রচার হবে বিভিন্ন টেলিভিশনে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ৭, ২০১৬
টিএস/এসও