অনেকে চেষ্টা করেছেন। ঘোষণাও দিয়েছিলেন।
হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, বাংলা- প্রভৃতি ভাষার ছবিতে নিয়মিত গাইছেন অরিজিৎ। একাধিকবার ঢাকায় কনসার্টে যোগ দিলেও এখানকার চলচ্চিত্রে পাওয়া যায়নি তার কণ্ঠ। ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে ঢালিউডে নাম লেখালেন তিনি। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটির জন্য ‘টুপটাপ চুপচাপ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় এই গায়ক। গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় আর সুরকার অরিন্দমও ওই দেশের।
নির্মাতা সূত্রে জানা গেছে, মাসখানেক আগেই গানটির রেকর্ডিং হওয়ার কথা ছিলো। অরিজিৎ সিংয়ের ব্যস্ততায় ব্যাটে-বলে মেলেনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘টুপটাপ চুপচাপ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি।
জানা যায়, গানটি তিনটি পৃথক স্কেলে তৈরি করা হয়েছে। ছবিতেও ব্যবহার করা হবে তিনভাগে। এর মধ্যে একটি অংশের শুটিং হয়েছে মালয়েশিয়ায়।
‘ঢাকা অ্যাটাক’-এর অন্য গানগুলোর সংগীতায়োজন করছেন অদিত ও ডিজে রাহাত। এদিকে শুভ-মাহিকে নিয়ে ছবিটির ৭০ ভাগের দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। বর্ষাকালের পর শুরু হবে শেষধাপের দৃশ্যধারণ।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এসও/জেএইচ