নানা কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছে তরুণীরা। কিছুদিন আগে মডেল সাবিরা, তার আগে মডেল রাহাসহ দেশের আনাচে- কানাচে অনেকেই আছেন যারা মূলত ভালোবাসার মানুষের কারণে প্রাণঘাতী পথ বেছে নিয়েছেন।
এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৈরি হয়েছে ‘তনিমার সুইসাইড নোট’। এই নামে মাহতাব হোসেনের লেখা গল্পের বই প্রকাশিত হয় এ বছরের একুশে বইমেলায়। সেটা অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।
এতে তনিমার ভূমিকায় অভিনয় করেছেন বিথী রানী সরকার। তিনি বাংলানিউজকে বলেন, ‘তনিমা চরিত্রটির মধ্য দিয়ে সমাজের অন্য মেয়েদের সমস্যার সঙ্কট তুলে ধরা হয়েছে। আত্মহত্যা সব সমস্যার সমাধান নয়। ইচ্ছে করলে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলা যায়- এই নাটকের মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি। ’
এ নাটকে আরও অভিনয় করেছেন জাহিদ আলভিন, নাঈম ফুয়াদ, কাজী উজ্জ্বল, ইমন প্রমুখ। এর দৃশ্যধারণ হয়েছে উত্তরার বিভিন্ন স্থানে। এনটিভিতে আগামী ১৯ জুন রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
জেএম/এসও/জেএইচ