ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাদল রহমান স্মারক বক্তৃতা ১১ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৬
বাদল রহমান স্মারক বক্তৃতা ১১ জুন বাদল রহমান

২০১০ সালের ১১ জুন চলচ্চিত্রকার বাদল রহমান প্রয়াত হন। গুণী এই নির্মাতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হবে।

এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠান।

মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে স্মরণ করা হবে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম এই পথিকৃৎকে।   

১১ জুন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাদল রহমান স্মারক বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র সমালোচক ও গবেষক আল মামুন। বক্তৃতার বিষয় ‘বাংলা চলচ্চিত্রে বাউল পরিবেশনার রাজনীতি’।

এর আগে বাদল রহমান স্মরণ স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন সংস্কৃতি ব্যক্তিত্ব আলী যাকের, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র সম্পাদক ও শিক্ষক সাজ্জাদ জহির, বাদল রহমানের পুত্র অভিষেক রহমান ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।