ব্রিটিশ শাসনামল, মোঘল সাম্রাজ্যেরও আগে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো শহরের প্রেক্ষাপটে চলচ্চিত্র পরিচালনা করলেন আশুতোষ গোয়াড়িকর। এর নামও ‘মহেঞ্জোদারো’।
মঙ্গলবার (৭ জুন) টুইটারে ছবিটির প্রথম পোস্টার শেয়ার করেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। এতে তাকে দেখা যাচ্ছে রুক্ষ্ম পোশাক ও না-আঁচড়ানো চুলে। তার চেহারায় সঙকল্প, হাতে হাতিয়ার। ৪২ বছর বয়সী এই সুপারস্টার লিখেছেন, ‘সারমান হলো প্রেম ও ক্ষমতার উদ্ভাস। ’ তার এই লেখা রিটুইট হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮২ হাজার ২৬৮ বার।
ছবিটির একটি মোশন পোস্টারও এসেছে ইউটিউবে। এতে হৃতিকের বিপরীতে আছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান। এটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট।
* ‘মহেঞ্জোদারো’র মোশন পোস্টার দেখতে ক্লিক করুন :
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
জেএইচ