শ্যাম। সে বেড়েই উঠেছে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে।
অভিনয়শিল্পী প্রিয়া আমান বাংলানিউজকে বলেন, ‘নাটকের কাহিনি বেশ মজার। গৃহকর্মীর চরিত্রে অভিনয় করছি। এর আগে এমন ঘটেনি। আর চরিত্রের প্রয়োজনে গেটআপ-মেকাপেও পরিবর্তন আনতে হয়েছে। আরেকটি ভালো লাগার কারণ হলো, প্রথমবারের মতো সহশিল্পী হিসেবে রিয়াজ ভাইকে পাওয়া। ’
প্রিয়া জানান, ঈদের খুব বেশি নাটকে তাকে দেখা যাবে না। ‘হ্যালো, মিস্টার শ্যাম’ নাটকটি নিয়ে তিনি আশাবাদী। এটি লেখার পাশাপাশি পরিচালনা করছেন হিমু আকরাম। অন্যান্য চরিত্রে আছেন সোহেল খান, রিফাতসহ ভিনদেশি একজন।
বুধবার (৮ জুন) নাটকটির কাজ শুরু হয়েছে রাজধানীর পান্থপথ এলাকার একটি মেসবাড়িতে। শুটিং চলবে টানা তিন দিন। ঈদে বাংলাভিশনে প্রচার হবে রিয়াজ ও প্রিয়া আমানের ‘হ্যালো, মিস্টার শ্যাম’।
বাংলাদেশ সময: ১৩৫৬ ঘণ্টা, জুন, ০৯, ২০১৬
জেএম/এসও