অন্যভাবে, অন্য এক চেহারায় হাজির হচ্ছেন বিপাশা হায়াত। বিপণি বিতান ও চিত্তবিনোদনের পার্কে মিকি মাউস কিংবা সঙদের মতো বেশভূষা পরে শিশু-কিশোরদের আনন্দ দেন অনেকে।
এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। বৃহস্পতিবার (৯ জুন) উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে চলছে বনানী ১১ নম্বর সড়কের একটি বাড়িতে। দুপুরে হবে সরকারি তিতুমীর কলেজের আশপাশের এলাকায়। এতে আরও আছেন ফারহানা মিঠু, মোহাম্মদ ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম। এবারের ঈদে আরটিভিতে প্রচার হবে এটি।
নাটকটি প্রসঙ্গে অনিমেষ বাংলানিউজকে বলেছেন, “ঈদ মানে মনে হয় প্রেমের নাটক আর অহেতুক কমেডি নাটক! ‘শেকল’ সেগুলোর চেয়ে আলাদা। বিপাশা আপা প্রাণ উজাড় করে অভিনয়ের চেষ্টা করছেন। ধন্যবাদ ভাবনাকেও। তিনিই মূলত এই গল্পটা ভেবেছেন। ”
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেএইচ