পথচলার চার বছর পূর্ণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি। ১২ জুন পঞ্চম বর্ষে পদার্পণ করছে চ্যানেলটি।
বর্ষপূর্তিতে জিটিভি আসছে নতুন রূপে, নতুন উদ্যমে। ইতিমধ্যে ভিন্নমাত্রার খেলাধুলাকেন্দ্রিক আয়োজনেও অত্যাধুনিক সম্প্রচার প্রযুক্তির সমন্বয়ে দর্শকের হৃদয়ে জায়গা করেছে চ্যানেলটি। ‘প্রতিটি দর্শককে প্রাধান্য, সবার জন্য সাজানো’- এই মর্মে নতুন লোগো, চ্যানেলের সম্পূর্ণ পরিবর্তিত রূপ আর প্রথমবারের মতো দর্শকেরর সুবিধা অনুযায়ী বিভিন্ন বিষয়ভিক্তিক অনুষ্ঠানের পসরা নিয়ে আসছে চ্যানেলটি। ঈদে চ্যানেলটির ‘ব্রেক ফ্রি ঈদ আয়োজন’ ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে।
এদিকে বর্ষপূর্তি উপলক্ষে ১২ জুন সকাল ৭টা ১৫ মিনিটে প্রচার হবে ‘ফিরে দেখা জিটিভি’। সকাল সাড়ে ১০টায় রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। বিকেল ৩টায় প্রচার হবে ‘জি কিডস, সালতামামি স্পোর্টস জার্নি’।
রাত ৮টায় প্রচার হবে বিশেষ গেম শো ‘আজকের অনন্যা’। এতে অংশ নিয়েছেন সামিয়া আফরিন, মারিয়া নূর, শ্রাবণ্য তৌহিদা ও সাবরিনা মেহেক। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ‘জিটিভি সালতামামি’। খেলা, দুপুরের বাংলা চলচ্চিত্র, বিকেলের কার্টুন, সন্ধ্যায় নাটক আর রাতে খবরের কাগজ নিয়ে টক শো, স্পোর্টস, বিজনেস, বিনোদন ইত্যাদি নিয়ে জিটিভি হাজির হচ্ছে দর্শকদের সামনে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসও