বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’-এর কেন্দ্রীয় চরিত্র চারুলতা। এই চরিত্রটি সম্পর্কে কমবেশি ধারনা আছে সবার।
নির্মাতা আলভী আহমেদ বাংলানিউজকে বলেন, ‘এ সময়ের চারুলতা এমন একজন নারী যার স্বামী তাকে সময় দিতে পারে না। এ কারনেই চারু অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর তখন থেকেই চারুর জীবনে ঘটতে থাকে দুর্ঘটনা। এভাবেই মূলত এগিয়ে যাবে এই গল্পটি। ’
সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। টেলিছবিটিতে কেন্দ্রীয় নওশীনের বিপরীতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। আরও আছেন কল্যান কোরাইয়া। এবারের ঈদে ‘চারুলতা ২০১৬’ দীপ্ত টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
জেএম/এসও