ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এফডিসিতে ৩৫টি সিসি ক্যামেরা

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এফডিসিতে ৩৫টি সিসি ক্যামেরা ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। দেশীয় চলচ্চিত্র শিল্পের এই প্রাণকেন্দ্রে সরকারিভাবে ৩৫টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

সোমবার সরেজমিনে এফডিসিতে গিয়ে দেখা গেলো, সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এফডিসি সূত্র জানায়, সব মিলিয়ে ৩৫টি সিসি ক্যামেরার আওতায় থাকবে এফডিসি। ইতিমধ্যে উন্নতমানের কয়েকটি ক্যামেরার কার্যক্রম চালু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে ৩৫টি ক্যামেরাই চালু হবে।

টেন্ডারের মাধ্যমে এই কাজটি করছে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড। তারা জানায়, সিসি ক্যামেরাগুলো উন্নতমানের। ঝড়-বৃষ্টিতেও এগুলো সক্রিয় থাকবে।

এ প্রসঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বাংলানিউজকে জানান, এফডিসির প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ সব স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। শিল্পী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি এই উদ্যোগ বেশ প্রশংসনীয় হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।