কণ্ঠশিল্পী আসিফ আকবরের কাছে সংগীতানুষ্ঠান ছাড়াও স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব দেয় টিভি চ্যানেলগুলো। কিন্তু তার পরিবারের কারও এ নিয়ে আগ্রহ না থাকায় সবই ফিরিয়ে দিতে হয় তাকে।
আশার কথা হলো, বাবা দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন আসিফ ও তার কনিষ্ঠ পুত্র রুদ্র। এবারই প্রথম বাপ-বেটাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
খবরটি ভক্তদেরকে জানিয়ে ফেসবুকে আসিফ লিখেছেন , ‘এতোদিন অজুহাত ছিলো দুই ছেলে খুলনায় পড়ে, যে কারণে টাইমিং মেলে না। বড় ছেলে রণ গত দুই মাসেরও বেশি সময় ধরে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ও ঢাকায় ফিরবে ২২ জুন। তবে রুদ্র ঢাকাতেই আছে। আমার সঙ্গে টিভিতে অংশ নিতে রাজিও হয়েছে সে। '
রোববার (১৯ জুন) বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে দশটায় আসিফ ও রুদ্রকে পাওয়া যাবে বাংলাভিশনের পর্দায়। স্টুডিও থেকে এই আয়োজন সম্প্রচার করা হবে সরাসরি।
এদিকে এবারের রোজার ঈদ উপলক্ষে শুধু একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠানে সরাসরি গান গেয়েছেন। তার সঙ্গে ছিলেন অাঁখি আলমগীর। পরিবেশনা সরাসরি হলেও এটি ধারণ করে প্রচার হবে ঈদে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘন্টা, জুন ১৮,২০১৬
টিএস/জেএইচ