বিশ্ববিদ্যালয়ের একজোড়া সহপাঠী বন্ধুত্বের সূত্র ধরে একে অন্যের প্রতি ভালোবাসায় জড়িয়ে পড়ে। হঠাৎ একটি দুর্ঘটনা মেয়েটিকে পঙ্গু করে দেয়।
পঙ্গু হওয়ার পর মেয়েটির অবলম্বন হয়ে পড়ে একটি হুইলচেয়ার ও গিটার। প্রতিদিন বিকেলে সে সময় কাটানোর জন্য বাড়ির ছাদে গিয়ে গিটার বাজায়। একদিন সামনের বাড়ির একটি ছেলের সঙ্গে দেখা হয় তার। রাগে-ঘৃণায় মেয়েটি আর ছাদে ওঠে না।
এটি ‘আধখানা চাঁদ’ নাটকের গল্প। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও রাজীব সালেহীন। পরিচালনা করেছেন সাজু আহসান। গত ১৫ ও ১৬ জুন বরিশালে ‘আধখানা চাঁদ’ এর দৃশ্যধারণ হয়েছে।
মৌসুমী হামিদ বাংলানিউজকে জানান, শুরুতে নাটকটির দৃশ্যধারণের পরিকল্পনা ছিলো মানিকগঞ্জে। নানান কারণে বরিশালে গিয়ে কাজ করতে হয়েছে। এবারের ঈদে ‘আধখানা চাঁদ’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
‘আধখানা চাঁদ’ প্রসঙ্গে মৌসুমী হামিদ আরও বললেন, ‘নাটকে শুরুতে দেখানো হবে মেয়েটির বর্তমান জীবন। এখন সে পঙ্গু, তার সময় কাটে ছাদে বসে কিংবা গিটার বাজিয়ে। ফ্ল্যাশব্যাকে তুলে ধরা হবে মেয়েটি কীভাবে পঙ্গু হলো। কাজটা করে বেশ ভালো লেগেছে। ’
বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জেএম/জেএইচ