আরেকটি চকচকে বিলাসবহুল গাড়ির মালিক হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার লাকি ডিজিট ৫৫৫ হলেও সাদা রঙের গাড়িটিতে আছে হরিয়ানার নম্বর প্লেট।
বিএমডব্লিউ আই৮ মডেলের গাড়িটির বিশেষত্ব হলো, ‘মিশন ইমপসিবল: গোস্ট প্রোটকল’ (২০১১) ছবিতে একই রকম একটি গাড়ি চালাতে দেখা গেছে হলিউড হার্টথ্রব টম ক্রুজকে।
একটি সূত্র জানিয়েছে, শাহরুখ গাড়িপাগল মানুষ। তার বেশ কয়েকটি দামি গাড়ি আছে। কিন্তু তিনি বাহন হিসেবে বেশি পছন্দ করেন বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়ি। এবার বিএমডব্লিউর নতুন মডেল কিনলেন বলিউড বাদশা। এজন্য তাকে গুনতে হয়েছে তিন কোটি তিন লাখ রুপি।
শাহরুখের নতুন গাড়িতে দারুণ কিছু ব্যাপার আছে। এটি হাইব্রিড গাড়ি। জ্বালানির পাশাপাশি বৈদ্যুতিকভাবেও চালানো যায় এটি। দুই দরজার চার আসনের গাড়িটি শুন্য থেকে ১০০ কিলোমিটার বেগে চলতে পারে মাত্র ৪ মিনিট সেকেন্ড সময়ে।
গুরগাঁও শোরুম থেকে গত ১৫ জুন বাংলোতে গাড়ি এসে পৌঁছালে এটি নিয়ে বের হন শাহরুখ। তিনিই ছিলেন চালকের আসনে। আধঘণ্টা গাড়িটি চালানোর পর ফিরে আসেন নিজের বাংলো মান্নতে। মহারাষ্ট্র ৫৫৫ নম্বর প্লেটের জন্য আবেদন করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
এদিকে শাহরুখ এখন রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রায়ীস’ ছবির কাজ করছেন। এতে তার বিপরীতে আছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ