রবীন্দ্রসংগীতের জনপ্রিয় নাম রেজওয়ানা চৌধুরী বন্যা। তার পরিবেশনায় মুগ্ধ দর্শক-শ্রোতা।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংগীত পরিবেশন করেন গুণী শিল্পীরা। এবারের শিল্পী রেওয়ানা চৌধুরী বন্যা।
‘প্রিয় শিল্পীর প্রিয় গান’ অনুষ্ঠানে উপস্থাপনা প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বাংলানিউজকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। ইতিমধ্যে অতিথি হিসেবে পেয়েছি সুবীর নন্দী, সামিনা চৌধুরী, তপন মাহমুদ ও ফেরদৌস আরা। পঞ্চম পর্বে পেলাম বন্যাদিকে। ’
৩৫ মিনিট ব্যাপ্তির অনুষ্ঠানটিতে গান পরিবেশনের পাশাপাশি শিল্পীদের ব্যাক্তি জীবন ও গান বিষয়ক স্মৃতিচারণ তুলে ধরা হয়। বন্যা তার পছন্দের চারটি রবীন্দ্রসংগীত ও রাধারমনের একটি গান শুনিয়েছেন। আগামী সপ্তাহে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’ অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির পর্দায়। চ্যানেলটির নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান এটি।
‘প্রিয় শিল্পীর প্রিয় গান’ ছাড়াও বাংলাভিশনের ‘পপ রিদম’ নামে ভিন্নধর্মী একটি সংগীতানুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে দিনাত জাহান মুন্নীকে। ঈদ আয়োজনে প্রচার হবে এটি। বিটিভির আরেকটি নতুন অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। এর নাম ‘কথার জাদু’। এতে নিয়মিত অংশ নেবেন সাংবাদিকরা।
এদিকে সংগীতশিল্পী মুন্নী চলচ্চিত্র ও অডিওর গানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি রাফাতের সুরে ‘পাগল এ মন’ নামের একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
এছাড়া ঈদে এসএ টিভি ও এনটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী। রফিকুল আলমের উপস্থাপনায় বিটিভির একটি অনুষ্ঠানেও গাইবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
জেএমএস/এসও