ধর্ষণ নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে ঝামেলা লেগেই আছে বলিউড সুপারস্টার সালমান খানের পেছনে। ভারতের জাতীয় নারী কমিশন থেকে শুরু করে ব্যক্তিপর্যায়েও অনেকে তাকে ক্ষমা চাইতে বলেছেন।
নিজের কৌসুলী পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের অ্যাডভোকেট রজত কালসানের মাধ্যমে গত ২৫ জুন মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের ঠিকানায় নোটিশ পাঠান ওই তরুণী। শুধু তা-ই নয়, ধর্ষণের শিকার হওয়া নারীদের মানহানির কারণে ১০ কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন হিসার জেলার ওই তরুণী।
সম্প্রতি সাংবাদিকরা সালমানের কাছে জানতে চেয়েছিলেন ‘সুলতান’ ছবিতে কুস্তিগীর চরিত্রে পরিশ্রমী কাজের অভিজ্ঞতা কেমন লেগেছে। উত্তরে তিনি বলেন, ‘নিজেকে ধর্ষিতা নারী মনে হচ্ছে। দৃশ্যধারণ শেষে সোজা হাঁটতে পারতাম না। ’
সালমানকে এমন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে ফেলা হয়! কানপুর ও লখনউ আদালতে মামলা দায়েরও হয়েছে তার বিরুদ্ধে। বলিউডের এই অভিনেতার বাবা সেলিম খান ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন টুইটারে।
হরিয়ানার ওই তরুণীর অভিযোগ, গণধর্ষিতা নারীদের সঙ্গে কঠিন অ্যাকশন দৃশ্যে কাজের তুলনা করে ধর্ষিতাদের দুর্দশা নিয়ে ঠাট্টা করেছেন সল্লু। চার বছরে আগে মেয়েটিকে অপহরণ করে ১০ জন পুরুষ গণধর্ষণ করেছিলো। অপরাধীদেরকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। তবে তিনি ধর্ষণকারীদের মৃত্যুদন্ড চেয়েছেন। এ ঘটনার পর মেয়েটির বাবা আত্মহত্যা করেন।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ