বলিউডের প্রেমের রাজা শাহরুখ খান গত ২৫ জুন ২৪ বছর পূর্ণ করলেন বিনোদন অঙ্গনে। ভক্তদের সমুদ্রসম ভালোবাসা আর সমর্থনের জন্য টুইটারে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বলিউডে শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায় ১৯৯২ সালের ২৫ জুন। এরপর ‘বাজিগর’, ‘আনজাম’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’ ছবিগুলোতে নানান চরিত্রে দারুণ অভিনয় দেখিয়ে সবার মন জয় করেন তিনি। তাকে সবশেষ দেখা গেছে মনীষ শর্মার ‘ফ্যান’-এ। তার আগামী ছবি ‘রায়ীস’ মুক্তি পাবে ২০১৭ সালের জানুয়ারিতে। এ ছাড়া হাতে আছে গৌরি শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ও ইমতিয়াজ আলির নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি।
চলচ্চিত্র শিল্পে দুই যুগে ২৪ জন সুন্দরী কল্পিত নারীর কাছ থেকে জীবনের ২৪টি শিক্ষাদীক্ষা, উপদেশ ও পরামর্শ পেয়েছেন বলে জানালেন শাহরুখ। এসব অভিজ্ঞতা টুইটারে ভাগাভাগি করেছেন বলিউড বাদশা। এগুলোর একটি তালিকা সোমবার (২৭ জুন) দিয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা।
টিনা থেকে লায়লা, সব কল্পিত নারীই শাহরুখের ভাবনায় সুন্দরী হয়ে ধরা দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ’২৪ বছর ধরে পাশে থাকা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। এই দীর্ঘ সময়ে ২৪ জন সুন্দরী কল্পিত নারীর কাছে অনেক কিছু শিখেছি। তালিকাটা দেখুন, অনুসরণ করুন। ’
১. টিনা- কোনো কিছুই অস্বাভাবিক নয়।
২. জিনা-সবার মাঝে বিলিয়ে দিন, উপচেপড়ার মতো জমাবেন না।
৩. ফাগুন-পড়ে গেলে আবার উঠে দাঁড়ান।
৪. মিনা-মাঝামাঝি অবস্থা গ্রহণযোগ্য নয়।
৫. ধুন- অযথা নেতিবাচক মনোভাব রাখবেন না।
৬. রিয়া-সবখানে সবসময় মেয়েদের মর্যাদা দিন।
৭. দিপা-পরিচালকই সবসময় কাণ্ডারী।
৮. চিত্রা-নিয়ম মেনে আবেগ দিয়ে কঠিন প্রতিযোগিতা করুন।
৯. ইয়াশা- সব বিষণ্ণতা একসময় ঠিকই কেটে যায়।
১০. ক্যারল-শিশুরা বেড়ে ওঠে ভালোবাসায়।
১১. ইতি-অসম্ভবকে ভাবুন।
১২. টাইরা-দুঃসাহসী হয়ে ঝুঁকি নিন।
১৩. স্কাই-ধূমপান মৃত্যু ঘটায়।
১৪. লিরা-অনুশোচনার উপহাসকে দূরে রাখুন।
১৫. টিয়া-ভারতকে এগিয়ে নিন।
১৬. স্বাতি-সুপারহিরোরা ভেতরে আটসাঁট পোশাক পরে।
১৭. ফিদা-পরিবার সবসময় নির্ভরযোগ্য।
১৮. আমনা-শিল্পই বড়, শিল্পী নয়।
১৯. আনিতা-বোকাদের কাছ থেকে পরামর্শ নেবেন না।
২০. মিরা-মা সবসময় ঠিকই বলেন।
২১. আকিরা-সত্যনিষ্ঠ লক্ষ্যে অনুপ্রাণিত করেন রাজা।
২২. আসমা-সবসময় সদয় পুরুষের মতো থাকুন।
২৩. ন্যায়না- প্রকৃতি সবসময় নগ্ন বিস্ময় দেখতে শেখায়।
২৪. লায়লা-সবার ভালোবাসায় পরিপূর্ণ হয় জীবন।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ