ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোটকাকুকে নিয়ে ‘কুয়াকাটায় কাটাকাটি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
ছোটকাকুকে নিয়ে ‘কুয়াকাটায় কাটাকাটি’ ‘ছোটকাকু’ নাটকের দৃশ্য

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে এবার তৈরি হলো ধারাবাহিক নাটক ‘কুয়াকাটায় কাটাকাটি’।   এর গল্পে দেখা যাবে, কুয়াকাটায় সাম্প্রতিক সময়ে বেশকিছু ছেলে নিখোঁজ হয়েছে।

তাদের মধ্যে কুয়াকাটার প্রভাবশালী চৌধুরী সাহেবের ছেলেও আছে। পুলিশ কিছুতেই এই নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে পারছে না। চৌধুরী সাহেব লোক পাঠিয়ে কুয়াকাটায় নিয়ে আসেন ছোটকাকুকে। এই রহস্যের কুলকিনারা তো একটা করতেই হবে। ছেলেটিকে খুঁজে পাওয়ার উপায় বের করতে থাকেন ছোটকাকুু।

নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। তার সঙ্গে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

আট পর্বের ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

বাংলাদেশ সময় : ১৪২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।