শ্রাবন্তীকে ঘিরে কয়েকদিন আগে যেমন আয়োজন করা হয়েছিলো, জিতের বেলায়ও তেমনটিই ঘটলো। তবু বুধবারের (২৯ জুন) সন্ধ্যাটি যেন বাদশাহী, আয়োজনের দিক দিয়ে।
জিৎ প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে নাম লিখিয়েছেন। সেই ছবিটি কেমন হবে- এটা জানাতেই এই আয়োজন। নুসরাত ফারিয়ার নায়ক হিসেবে দেশের রূপালি পর্দা কাঁপানোর ইঙ্গিত দিলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে দুই বাংলার ছবি নিয়ে স্বপ্ন ও আশার বানীও শোনালেন জনপ্রিয় এই তারকা।
জিৎ বললেন, 'দুই বাংলা কখনোই আলাদা মনে হয়না আমার কাছে। কাজ করতে গিয়ে এটা আরও উপলব্ধি করেছি। '
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জিৎ বলেছেন, 'প্রথমবার কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের পাশে আছি সবসময়, থাকবো। আমাকে ডাকলেই ছুটে আসবো। '
ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে কিংখান শাকিবের তিন ছবি 'শিকারী', 'সম্রাট' ও 'মেন্টাল'। সব ঠিক থাকলে সুপারস্টার এই নায়কের সঙ্গে এক ছবি নিয়েই লড়তে হবে জিতকে। ফলাফল জানা যাবে ঈদের পর।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এসও