মফিজ উদ্দিন দক্ষিনাঞ্চল থেকে ঢাকায় এসেছিলেন ভাগ্যের সন্ধানে। চড়াই-উৎরাই পেরিয়ে এখন সে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ‘দ্য ইজম আন লিমিটেড’-এর কর্ণধার।
অভিজাত এলাকায় দৃষ্টিনন্দন অফিস ও একাধিক ফ্যাক্টরি মফিজের। তবে তার মধ্যে অদ্ভুত একটি আবেগ কাজ করে। তার সব কর্মকর্তা কর্মচারি তারই জেলার মানুষ। বিষয়টি এলিট শ্রেনীর কাছে দৃষ্টিকটু হলেও মফিজ গায়ে মাখে না। বিশেষ শর্তের কারণে অনেক সময় গুরুত্বপূর্ন পদে নিয়োগ পেয়ে যায় অযোগ্য অদক্ষ লোক। এতে সৃষ্টি হয় নানা রকম জটিলতা। ঘটে অদ্ভুত কান্ডকারখানা। গল্পটি ঈদের বিশেষ ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘দ্য ইজম আন লিমিটেড’-এর।
বৃন্দাবন দাসের রচনায় হাস্যরসাত্মক নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মেহজাবিন, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, সাবিলা নূর, ইভানা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ প্রমুখ। ঈদের দিন থেকে এশিয়ান টিভিতে দেখা যাবে ‘দ্য ইজম আন লিমিটেড’। প্রচার সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এসও