হলিউডের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘আইস এজ’-এর পঞ্চম ছবি ‘আইস এজ: কলিসন কোর্স’ বিশ্বের সব দেশের আগেই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ২২ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি।
‘আইস এজ: কলিসন কোর্স’ হলো ফক্স অ্যানিমেশন স্টুডিও এবং ব্লু স্কাই স্টুডিওর জনপ্রিয় সিরিজ ‘আইস এজ’-এর পঞ্চম কিস্তি এটি। ২০১২ সালে মুক্তি পায় সিরিজের চতুর্থ ছবি ‘আইস এজ: কন্টিনেন্টাল ড্রিফট’। ব্লকবাস্টার এ সিরিজের প্রথম চারটি পর্ব আয় করেছে ২০০ কোটি ডলারেরও বেশি। এবারের ছবিটি সাফল্যের দৌড়ে আগেরগুলোকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে অনলাইনে প্রকাশিত এর ট্রেলারে দর্শকদের অভূতপূর্ব সাড়া মিলেছে।
সিরিজের অন্য ছবিগুলোর মতো এখানেও কাঠবিড়ালি স্ক্রাট তার ওক ফল নিয়ে মহাব্যস্ত। ওই একটি ওক ফল সুরক্ষিত রাখতে সে এদিক-ওদিক জায়গা খুঁজতে থাকে। এভাবেই একটি মহাকাশযানে এসে পড়ে স্ক্রাট। সেই মহাকাশযানে চড়ে মহাকাশেও চলে যায় সে। সঙ্গে তার অতি প্রিয় ওক ফল। সেখান গিয়ে স্ক্রাট অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। সৌরজগতের গ্রহগুলোর সঙ্গে ধাক্কা লাগে তার স্পেসশিপের। কলিশনের মুখোমুখি হয় স্ক্রাট। স্ক্রাটের জন্য বৃহস্পতিতে বড় গর্ত তৈরি হয়। শনির চারদিকে তৈরি হয় বলয়। আরও কত কী। ‘আইস এজ: কলিশন কোর্স’ জুড়ে রয়েছে স্ক্রাটের মহাকাশাভিযানের গল্প। তবে এরপরই আসে টুইস্ট। ম্যানি, সিড আর দিয়েগোর সঙ্গে স্ক্রাটকে দেখা যায় পৃথিবীর মাটিতে।
এদিকে ঈদকে সামনে রেখে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (১ জুলাই) আন্তর্জাতিক মুক্তির দিনেই মুক্তি পেয়েছে শতাব্দীর প্রাচীন টারজানকে নিয়ে নতুন ছবি ‘দ্য লিজেন্ড অব টারজান’। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় চরিত্র টারজান। এডগার রাইজ ব্যারোজের লেখা চরিত্রটি এরই মধ্যে ১০১ বছরে পা দিয়েছে। কিন্তু আজও এর জনপ্রিয়তা কমেনি। তাকে নিয়ে ফ্যান্টাসি চলে এখনও।
ট্রেলার মুক্তির পর থেকেই টারজানকে নিয়ে উন্মাদনা বেড়েছে। ট্রেলারে দেখা গেছে জঙ্গলের নানা ঘাত-প্রতিঘাত, জন্তু-জানোয়ারের আক্রমণই নয়, টারজানকে লড়াই করতে হচ্ছে মানুষের বিরুদ্ধেও, সভ্যতার ভয়ঙ্কর থাবার বিরুদ্ধেও। অনেকেই বলছেন, টারজানের গল্পকে এত বৈচিত্রময়ভাবে আগে কখনও দেখানো হয়নি।
এর আগে সবমিলিয়ে অর্ধশতরও বেশি ছবি হয়েছে টারজানকে নিয়ে। তাই নিজের ছবিকে যে বাকি সবটার চেয়ে আলাদা হতে হবে, তা জানতেন পরিচালক ডেভিড ইয়েটস। ‘হ্যারি পটার’ সিরিজের ছবিগুলোর এই পরিচালক তাই গোড়া থেকেই চেষ্টা করেছেন, টারজানকে যতোটা বেশি বাস্তব করে তোলার। ছবিটিতে টারজানের ভূমিকায় অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ডকে।
টারজানের গল্পের বড় আকর্ষণ জেন পরটার। বহু ডাকসাইটে অভিনেত্রী এ চরিত্রে অভিনয় করেছেন। এবার এ চরিত্রে দেখা যাবে মার্গোট রবিকে। টারজানের আগের সব গল্পেই জেনকে যৌন ফ্যান্টাসির প্রতিমূর্তি হিসেবে দাঁড় করানো হয়েছে। টারজানের সঙ্গে জেনের আলাপ, বানরকুলের কাছে মানুষ হওয়া টারজানের প্রথমবার কোনো মানবীর সংস্পর্শে আসা নিয়ে সেই ফ্যান্টাসিকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু নতুন ছবিতে জেন শুধু অলঙ্কার নন। পরিচালকের দাবি, ছবিটি টারজানের হলেও জেনকেই দেখা যাবে প্রধান চরিত্রে।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
জেএইচ