ভারতের মুম্বাইয়ে নিজের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। গত ২৯ জুন রাতে ইফতারের ভিডিওসহ টুইট করে খবরটি দেন ৯৩ বছর বয়সী এই গুণী শিল্পী।
ভিডিওতে দেখা গেছে, সোফার ওপর বসে আছেন দিলীপ কুমার। অতিথিরা তখন ইফতার সাজাচ্ছেন। সায়রা বানু দেখছেন সব ঠিক আছে কি-না। এটি শেয়ারের সময় দিলীপ কুমার লিখেছেন, ‘সায়রা (বানু), কয়েকজন বন্ধু ও বাড়ির কাজের লোকদের নিয়ে ছাদে ইফতার করলাম। আপনাদের সবাইকে রমজান মোবারক। সৃষ্টিকর্তা যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আসে আসুন সেই প্রার্থনা করি। ’
গত কয়েক বছর ধরে হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই থাকতে হয়েছে দিলীপ কুমারকে। বর্ষীয়ান এই অভিনেতার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। সায়রা বানুকে তিনি বিয়ে করেন ১৯৬৬ সালে। ২০১১ সালে তিনি টুইটারে যোগ দেন। ‘রাম অউর শ্যাম’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’ ও ‘দেবদাস’-এর মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে তার অভিনয় আজও দর্শক মনে রেখেছে। সবশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দেখা গেছে তাকে।
বর্ণাঢ্য অভিনয় জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন দিলীপ কুমার। গত বছর তাকে দেওয়া হয় পদ্মবিভূষণ। এর আগে ১৯৯১ সালে পদ্মভূষণ ও ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। ১৯৫৬ সালে ‘আজাদ’ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতার প্রথম পুরস্কার জেতেন দিলীপ কুমার। পুরস্কারটি সবচেয়ে বেশি আটবার জিতেছেন তিনি। ১৯৯৩ সালে ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে।
* দিলীপ কুমারের বাড়ির ইফতার মাহফিলের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
বিএসকে/জেএইচ