ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টাইম সেলেবেক্সে শীর্ষে অমিতাভ ও কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
টাইম সেলেবেক্সে শীর্ষে অমিতাভ ও কঙ্গনা

টাইমস সেলেবেক্সের মে মাসের তালিকায় অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন আর অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন কঙ্গনা রনৌত।  সুজয় ঘোষ প্রযোজিত ‘তিন’ ছবির প্রচারণার সুবাদে খবরে ছিলেন বিগ বি।

তিনটি বিজ্ঞাপনও ছিলো তার হাতে।

এ ছাড়া ‘পিকু’র জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন বলিউড শাহেনশাহ।  এসব দিক বিবেচনায় ৭৩ বছর বয়সী এই অভিনেতাই এবারের র‍্যাঙ্কিংয়ে ১৫ পয়েন্ট নিয়ে সেরা অভিনেতার স্থান দখল করেছেন।  

অভিনেতাদের তালিকায় অমিতাভের পরে দুই থেকে পাঁচ নম্বরে আছেন যথাক্রমে সালমান খান (১৩ দশমিক ৫), অক্ষয় কুমার (১২ দশমিক ৫), শাহরুখ খান (১১ দশমিক ৯), অভিষেক বচ্চন (১০ দশমিক ৯)।  তাদের মধ্যে জুনিয়র বচ্চন ১২ থেকে একলাফে পাঁচ নম্বরে উঠে এসেছেন ১০ দশমিক ৯ স্কোর নিয়ে। ‘হাউসফুল থ্রি’ ছবিটি তাকে আলোচিত করেছে।  

এদিকে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্গনা। এ ছাড়া তার আগামী ছবি ‘রেঙ্গুন’ নিয়ে প্রকাশিত খবর আর একটি বিজ্ঞাপনও তাকে আলোচনায় রেখেছে।  সেরা অভিনেত্রীর তালিকায় ১৬ স্কোর নিয়ে পাঁচ নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন ২৯ বছর বয়সী এই তারকা।

তালিকায় কঙ্গনার পরেই দুই নম্বর থেকে পাঁচে আছেন যথাক্রমে শ্রদ্ধা কাপুর (১৫), আলিয়া ভাট (১৪ দশমিক ৫), জ্যাকলিন ফার্নান্দেজ (১৪), প্রিয়াঙ্কা চোপড়া (১২ দশমিক ৯)।  আলিয়া সাত নম্বর থেকে তিনে উঠে এসেছেন। তার অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিকে ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছে। তার স্কোর ১৪ দশমিক ৫। নিজের অভিনীত ‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারণার সুবাদে ১১ নম্বর থেকে চারে উঠেছেন জ্যাকলিন। তার স্কোর ১৪।  

২০১২ সালের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে টাইম সেলেবেক্স প্রকাশিত হচ্ছে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টির বেশি টিভি চ্যানেলের তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।  মাসভিত্তিক এই তারকা জরিপকে বলিউডের সবচেয়ে গ্রহণযোগ্য জরিপ মনে করা হয়।

বক্স অফিস সাফল্য, টিভি ও অনলাইনে ছবি ও তারকার প্রচার, ব্র্যান্ড পণ্যের দূতিয়ালি, তারকাদের জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের অংশগ্রহণ ও ভক্ত বা অনুসারীর সংখ্যাসহ এমন অনেক বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফলের ওপর ভিত্তি করে এই ফল বেরিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।