সংগীতাঙ্গনের জনপ্রিয় জুটি তপন চৌধুরী ও শাকিলা শর্মা। তাদের দ্বৈত কণ্ঠে গাওয়া অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে।
এর মাধ্যমে বহুদিন পর আবার টেলিভিশন পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন তপন-শাকিলা। এ আয়োজনে তারা দুটি করে একক ও চারটি দ্বৈত গান গেয়েছেন।
দ্বৈত গানগুলো হলো ‘যেখানে সীমান্ত’ নাটকের ‘ছোট গল্পের মতো’ (কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আলী আকবর রূপু), ‘ঢাকা ৮৬’ ছবির ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ (কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আনোয়ার পারভেজ), ‘ফুলের কাছে গন্ধ যতো আপন’ (কথা ভূঁইয়া সিরাজ, সুর প্রণব ঘোষ) এবং ‘তুমি আমার প্রথম সকাল’ (কথা লতিফুল ইসলাম শিবলী, সুর আশিকুজ্জামান টুলু)।
একক গানের মধ্যে তপন চৌধুরীর কণ্ঠে শোনা যাবে তার কথা ও সুরে ‘তুমি ক্যামনে এতো নিঠুর হইলা’। এ ছাড়া কবির বকুলের কথা ও প্রণব ঘোষের সুরে ‘অনুশোচনা’ গানটিও গেয়েছেন।
শাকিলা একক কণ্ঠে গেয়েছেন তার জনপ্রিয় গান ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’ (কথা সাইফুল ইসলাম মুকুল, সুর সুবীর নন্দী) এবং শুভ্র দেবের কথা ও সুরে ‘ভুলিতে পারি না তারে’।
শুক্রবার (১ জুলাই) বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানের ধারণ কাজ সম্পন্ন হয়। এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল। প্রযোজনায় সৈয়দ জামান। বিটিভিতে ঈদের তৃতীয় দিন ‘তুমি আমার প্রথম সকাল’ প্রচার হতে পারে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ