বলিউডের সুখী দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। ডিসেম্বরেই তাদের ঘরে আসবে নতুন অতিথি।
এদিকে ভক্তরা বুঝে গেছেন, মাতৃত্বের কারণে রূপালি পর্দা থেকে বেশ কিছুদিন বিরতি নেবেন কারিনা। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে এখন বড় বাজেটের একটি ছবিই আছে। সেটি হলো ‘বীরে ডি ওয়েডিং’। এতে তার সঙ্গে অভিনয় করবেন সোনম কাপুর।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে ছবিটির দৃশ্যধারণ শেষ করে ফেলতে নির্মাতাকে বলে দিয়েছেন কারিনা। কারণ তখন তার অন্তঃসত্ত্বা হওয়ার বয়স হবে তিন মাস। ফলে শারীরিক গড়নে সহজেই তা বোঝা যাবে।
তাই পতৌদির বেগমের দৃশ্যগুলোর কাজ শেষ করতে নির্ধারিত সময়ের তিন মাস আগেই শুরু হতে যাচ্ছে চিত্রায়ন। ইউনিটের মূল সদস্যরা কারিনার চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নতুন সময়সূচি সাজাচ্ছেন। ছবিটির অন্যতম প্রযোজক রিয়া কাপুর টুইটারে জানান, আগস্টে এর কাজ শুরু করবেন তিনি।
এদিকে ‘গোলমাল’ সিরিজের আগের দুটি কিস্তিতে অভিনয় করলেও সন্তানসম্ভবা হওয়ায় চতুর্থ পর্বে থাকতে পারছেন না কারিনা। রোহিত শেঠির পরিচালনায় এতে এবারও অভিনয় করবেন অজয় দেবগণ। কারিনাকে এ বছর ‘কি অ্যান্ড কা’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবি দুটিতে দেখা গেছে।
কিছুদিন আগে বলিউডের অন্য অভিনেত্রীদের হলিউডে যাওয়া নিয়ে কথা বলেন কারিনা। এ সময় তিনি প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের প্রশংসা করেন। তবে নিজের এমন ইচ্ছা নেই জানিয়ে নবাবপত্নী বলেন, ‘আমার অগ্রাধিকারগুলো তাদের চেয়ে একেবারেই অালাদা। প্রিয়াঙ্কা যে ধরনের কাজ করেছে তা অসাধারণ। কিন্তু ওর মতো আমিও পশ্চিমে কখনও যাবো বলে মনে হয় না। বিয়ে করে নিজের পেশায় ব্যস্ত এমন একজন হতে চেয়েছি আমি। ফলে আমার দায়িত্বগুলো প্রিয়াঙ্কা-দীপিকাদের চেয়ে ভিন্নরকম। আমার স্বামী আছে, আগামীতে পরিবার বড় করতে চাই। ’
শনিবার (২ জুলাই) কারিনার অন্তঃসত্ত্বার খবরটি নিশ্চিত করে ছোট নবাব বলেন, ‘আমার স্ত্রী ও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা মা-বাবা হতে যাচ্ছি। এ বছরের ডিসেম্বরেই সন্তানের মুখ দেখবো। আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে তাদের আশীর্বাদ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। বিচক্ষণতা ও ধৈর্য ধরায় সংবাদকর্মীদেরও ধন্যবাদ। ’
২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন ৪৫ বছর বয়সী সাইফ। ওই সংসারে আছে দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খান।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ