গুলশানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তিনি।
ইসলাম প্রতিষ্ঠার নামে এ ধরনের ঘৃণ্য কর্মকান্ডের মাধ্যমে এই ধর্মকে কলঙ্কিত করায় সন্ত্রাসীদের সমালোচনা করেন ইরফান। এ ছাড়া সন্ত্রাসবাদ ইস্যুতে মুসলিম সম্প্রদায়ের নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।
সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির কাজ করতে ঢাকায় এসেছিলেন ইরফান। এই শহরে গোটা দুনিয়াকে শোকাগ্রস্ত করা সন্ত্রাসী কার্যকলাপের খবর পীড়া দিচ্ছে তাকেও।
ফেসবুকে ইরফান লিখেছেন, ‘কোরআন নাজিলের মাসে মানুষকে এতো বীভৎসভাবে মেরে ফেলা হলো। শৈশবে ধর্মের ব্যাপারে শিখেছি, প্রতিবেশি অভুক্ত থাকলে তাকে ফেলে খাওয়া যায় না। বাংলাদেশের খবর শুনে মনমরা হয়ে আছি। ’
‘লাইফ অব পাই’ ও ‘জুরাসিক পার্ক’ তারকা ইরফান আরও বলেন, ‘ইসলাম হলো সেই ধর্ম যার ভিত্তি হলো শান্তি, ক্ষমা ও করুণা। তান্ডবলীলা এক জায়গায় হয়, কিন্তু দুর্নাম হয় পুরো দুনিয়ার মুসলমানদের। এ অবস্থায় শান্তিবাদী মুসলমানদের চুপ থাকলে চলবে না। ধর্মের বদনাম হওয়া থেকে ইসলামকে বাঁচাতে হবে। মুসলমানদের কাজ হলো, ইসলামের সঠিক বাণী নিজে বোঝা ও প্রচার করা। অত্যাচার ও হত্যাকান্ডের নাম ইসলাম নয়। ’
গত ১ জুলাই রাতে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
জেএইচ