তারকাদের মনে নানান আতঙ্ক থাকে। কিন্তু এ নিয়ে তারা প্রকাশ্যে জনসম্মুখে খুব কমই কথা বলেন।
আমির সম্প্রতি স্বীকার করেছেন, ‘দঙ্গল’ ছবির কাজ করতে গিয়ে মৃত্যু ভয় পেয়ে বসেছিলো তাকে। এটাকে থানাটোফোবিয়া বলে থাকে। কোনো ব্যক্তির মধ্যে মরে যাওয়ার ভয়কে চিকিৎসকরা এ নামে উল্লেখ করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মিস্টার পারফেকশনিস্ট মনের লুকানো কথা প্রকাশ করেন। ‘দঙ্গল’ ছবির দৃশ্যধারণকালে মৃত্যু ভয়ের অদ্ভুত প্রবণতা দেখা দিয়েছিলো তার মধ্যে।
তাই চিত্রায়নের সময় কোনো কিছু যেন বিঘ্ন না হয় সেদিকে মনোযোগী ছিলেন আমির। যদি কোনো অঘটন ঘটে তাহলে কি করবেন আর কি করবেন না, তেমন একটি নোট তৈরি করেছিলেন তিনি।
‘দঙ্গল’-এর দৃশ্যধারণের সময় পাঁচ মাসের বিরতি নিয়ে পরিচালক নিতেশ তিওয়ারিকে আমির জানিয়ে রেখেছিলেন, তার যদি কিছু হয়ে যায় তাহলে যেন কাজ বন্ধ রাখা না হয়। মহাবীর সিং ফোগাটের তরুণ বয়সের চরিত্রে অন্য একজনকে নিয়ে দৃশ্যধারণ করে ফেলতে বলেছিলেন তিনি।
এ ক্ষেত্রে বলিউডের কয়েকজন তারকার নামও সুপারিশ করেন আমির। তারা হলেন বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, রণবীর সিং ও রণবীর কাপুর। তবে তার ভয় সত্যি হয়নি! পরিকল্পনামাফিকই সব কাজ সম্পন্ন করতে পেরেছেন।
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘দঙ্গল’। এতে আমিরের সহশিল্পীরা হলেন সাক্ষী তানওয়ার, নবাগতা ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনগর।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
জেএইচ